Sunday, June 8, 2014

rishi026@gmail.com

বৃহন্নলা কেন ?
.................. ঋষি

ব্রহ্মা তুমি নারী সৃষ্টি করলে
অপরূপ মোহময়ী।
তুমি পরুষ সৃষ্টি করলে
পৌরুষে ভরপুর।
কিন্তু তোমার এই বৃহন্নলা
সৃষ্টির কারণ কি।

কি কারণ ফুটপাথে ঘুরতে থাকা
এই অদ্ভুত সৃষ্টির।
ধ্বংস,বংশ আর যন্ত্রণা এই শব্দগুলো
কেন লিখে দিলে বৃহন্নলার কপালে।
কেন করে দিলে সমাজের বাইরে থাকা
কোনো অন্য গ্রহের জীব।

একবার ভেবেছো শক্তিশালী ঈশ্বর
কি নিয়ে বাঁচবে তারা।
কিভাবে কাটাবে জীবনের যন্ত্রণার মুহুর্তগুলো
তির্যক হাসি ,কটুক্তি , অন্য চোখ।
কিভাবে সামলাবে ,কিভাবে করবে জয় মৃত্যুকে
মানুষ হয়ে এই মনু সৃষ্ট অন্য মানুষের সাথে।

প্রতিদিনের ঘুনপোকা সমাজের ভিতর
ওরা অন্য জাত ,পশুর মতো কেন।
পাসপোর্টে কোন বক্সে রাখবে নারী না পুরুষ
প্রতিদিনকার জীবিকায় কি দেবে কাজ।
আর কতদিন বাঁচবে ওরা অন্য পৃথিবীতে
কতদিন হবে লজ্জিত নিজের কাছে।





No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...