Thursday, June 5, 2014

RISHI026@GMAIL.COM

চঞ্চল হৃদয়
........... ঋষি

কিছুটা অছিলায় আমি ছুঁয়ে আছি তাকে
এক বন্য অরণ্যের মাঝে একটা দ্বীপ।
প্রেমটা তো এমন হয়
খুব দুরে ছুঁয়ে থাকা একলা চোখে দেখা
নিজের স্বপ্নকে নিজের ভিতরে।

আমার বুকের আগুনে আজ চিতার তাপ
গড়িয়ে নামা সভ্যতায় অজস্র প্রশ্ন তোমায় ছুঁয়ে।
অনেকটা সিংহের কেশরে লাগা রক্তের দাগ
থাকাটা বাঞ্চনীয়
চঞ্চল হৃদয়ের দরজায় দাঁড়িয়ে।

কে যেন কলিংবেল বাজিয়ে তোমার দরজায়
অসংখ্য অলিগলি বেয়ে  ট্রাফিক জ্যাম।
হৃদয়ের পাতা জুড়ে রক্তপাত
আজ বৃষ্টি আসছে পর্ণমোচী বৃক্ষের অন্তরে
বালি জল আর নোনতা স্বাদ।

আবার বৃষ্টি নামছে অনেক দিনের পরে
চিনা বাদামের খোসায় দেখা নতুন উপখ্যান।
কাঠবেড়ালী ,কাঠবেড়ালী চিনা বাদাম খাবি
পুরো খেয়ে নেব বন্য প্রেমের স্পর্শে
তোকে পেলে ।

প্রশ্নটা এরকম অঙ্গীকার না আলিঙ্গন
আমি পুরোপুরি সত্য বিশ্বাসী পরিবর্তনশীল অঙ্গীকার।
আর আলিঙ্গন হৃদয়ের
ছুঁয়ে যাওয়া অন্য আলোয় চেনা প্রেমটুকু
বৃষ্টি এক আকাশ স্বপ্নে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...