Wednesday, June 4, 2014

rishi026@gmail.com


চোখের আলোয়
................ ঋষি

মূর্তিমান অলংকারের মতো তুই দামী
কিন্তু ভেবেছিস কখনো
সূর্যের আলোরও মনখারাপ হয়।
তাই না
তাই তো সন্ধ্যা নামে অন্ধকার হয়।

হৃদয় তারে বিসমিল্লার সানাই
সবারি বাজে।
কিন্তু বেজে কি আর লাভ
বিশ্বাস আর আশ্বাসের মাঝে একটা দুরত্ব
দুর্বলতা এই হৃদয়ের।

পাশে থাকা হৃদয়ের ডাস্টবিনে
নষ্ট সময় ,নষ্ট অস্তিত্ব ,নষ্ট আমি আর তুই
প্রশ্ন করেছিস কখনো নিজেকে।
দায়িত্ব আর কর্তব্যের ফিকিরে ঠকতে থাকা
একটা নষ্ট দিন।

অযথা সময় চলে যায়
চোখের পাতায় আঠার মতো সভ্যতা উঁকি মারে।
প্রশ্ন করে সভ্যতার পাতার অর্থগুলো
বেঁচে থাকা ,, আর ভালো থাকার তফাৎ
সবাই তো ভালো থাকতে চাই।

মূর্তিমান অলংকারে মতো তুই দামী
আমার হৃদয়ের গভীরে কোথাও একটা সুপ্রভাত
প্রনাম জানায় নতুন সূর্যকে বেঁচে থাকার।
একটা অপেক্ষা ,কিছুটা প্রতীক্ষা
এক নতুন সময়ের আলিঙ্গনে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...