Sunday, June 1, 2014

RISHI026@GMAIL.COM

বাঁচতে চাই
....... ঋষি

ঘুমিয়ে পড়েছে সভ্যতা
 লালন ফকির মনের কোনে বাসা।
বড় আশা ,বড় আশা
শূন্য জীবনে ,শূন্যের ভিড়ে।
এমন বাঁচতে থাকা।

জলন্ত আগুনের উনুনে
নাচতে না জানলে উঠোন  বাঁকা।
আকাবাঁকা সড়ক দিয়ে
মানুষ আর সভ্যতা জুড়ে
এমন হাঁটতে থাকা।

খোকা ঘুমোক পাড়া জুড়োক
ফাঁকা মাঠে পালকিতে বউ আসুক।
আসুক লক্ষ্মী ভাঁড়ার ঘরে
ফুটপাথে শুধু খিদে বাঁচুক।
এমন বেঁচে থাকুক।

গ্রহের মাঝে গ্রহণ
খিদে শুধু  শরীর নিয়ে বাঁচা।
অচল সময় ,অচল কড়ির
জোকারে হাসি হাসা
এমন হাসতে থাকা।

চিতার খাটে চিত্পাত
অদ্ভুত ডাক জীবনের গলায়।
আর নয় ,আর নয়
আবার মৃত্যু চাই।
এমন বাঁচতে থাকা।

ঘুমোক সভ্যতা
অন্যের ঘরে আগুন।
জীবিত কি ,লোভ আর চাই
চিত্কার বাঁচতে চাই
এমন রাজার বাঁচা।




No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...