Sunday, June 29, 2014

RISHI026@GMAIL.COM

দিনান্তে
................. ঋষি

দিনআনি দিন খাই
আমাদের  জন্য আজ রৌদ্র পোড়া
আর আমরা কি কিছু খেতে পারি দিন ছাড়া।

মেঘলা দিন মন হালকা আনমনা
বৃষ্টির দিন পুরো ভিজে কাক।
শীতের দিন ঘর পোড়া
গ্রীষ্মের দিন আগেই বলেছি ঘেমে মরা।

খালি পা ,নগ্ন শরীর ,ছড়ানো অতৃপ্তিতে পথ চলা
চলে যাওয়া দিনআনি দিনের খুব গভীরে।
রক্তাক্ত দিনে লাল সূর্য চোখ রাঙায়
চোখ রাঙায় দৈনন্দিন বেঁচে থাকার উপকরণ গুলো
শুধু বেঁচে থাকা আর দিন গুনে চলা।

এগিয়ে যাওয়া এক থেকে বদলানো দিনে
কিন্তু দিনআনি আর দিন খাওয়ার শেষ নেই।
আসলে আমাদের শুধু বেঁচে থাকা
নিজেদের দিনআনি দিন খাওয়া নসিবে।

আসলে উত্তর নেই কিভাবে আমরা দিন এনেছিলাম
কেমন করে আমরা দিন আনি দিন খাই
শুধু দিনআনি দিন খাই। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...