Thursday, June 12, 2014

RISHI026@GMAIL.COM

ঠিক চলে যাব
.......... ঋষি

খালি পায়ে হেঁটে বিষ শরীরে
পৌঁছে যাব ঠিক মক্কা থেকে হরিদ্বার।
আপ্লুত অশ্রু প্লাবিত সময়ের যোনিতে
অন্ধকারে দাগ রেখে যাবো।
এক্কা দোক্কা পায়ে
প্রেমের গঙ্গা নদীতে।

অহংকার আর অলংকার ৪৯ সময়ের পর্দায়
একমাত্র বিসর্জন নগ্নতা সময়ের ডঙ্কায়।
আর আমি হাঁটছি সুমেরু থেকে কুমেরু
চুম্বকের আকর্ষণে অন্তিম শীত্কার।
পায়ে পা মিলিয়ে
সময়ের চিত্কার।

ঝর্নার স্পর্শে বিভত্স  সে আলো
এলো চুম্বন,কত এলো গেলো।
বর্তমান ,অতীত সব সর্বনেশে আলো
আমি হাসছি হ্যা হাসছি।
স্পর্শ আর বিমর্ষ
সময়ের স্পর্শ।

খালি পায়ে হেঁটে বিষ শরীর
পৌঁছে যাব ঠিক মৃত্যু থেকে জীবনে।
অনাহারে আকাঙ্খিত সময়ের বীর্যে
আলোর কোনো সৃষ্টি ছেড়ে যাব।
দুপায়ে হেঁটে
আমি ঠিক চলে যাব। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...