Tuesday, June 10, 2014

RISHI026@GMAIL.COM

পোড়ার গন্ধ
...... ঋষি

বিছানার সামনে দাঁড়িয়ে পোড়ার মজাটা অন্যরকম
মাংসের গন্ধটা অনেকটা ভীরু গিলোটিনে।
অট্টহাস্য ভৌগলিক শরীরের মানচিত্রে
উঁচুনিচু উপত্যকা পেরিয়ে
হৃদয় ছোঁয়ার।

আজকাল আমার হাসতে ইচ্ছে করে
বুক ছিঁড়ে চিত্কার করতে ইচ্ছে করে।
নাটকের রঙ্গমঞ্চে বেহিসাবী আমি
তছনছ করুক জীবন।
আরো কাঁচের টুকরো ফুটুক
মিশে যাক রক্তে নেশার আফিম।
ঘুম আসুক ,ঘুম আসুক
ভালোবেসে মৃত্যুর সাথে।

আমার রক্তে নিকোটিনে বিষ
আমার ঘুমে আরো নেশা স্বপ্ন।
ভালোথাকার জিয়নকাঠির স্পর্শে আমার রুপোলি স্বপ্ন
বেঁচে উঠুক বিছানার বাইরে
পোড়ার গন্ধে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...