Sunday, June 1, 2014

RISHI026@GMAIL.COM

মনের কাছে
................. ঋষি

মন তুই আমার কবিতা জড়িয়ে ঘুমোস
অসুবিধা কিছু নেই ,
শুধু সাবধান ,,,,,,,সকালের রৌদ্রে সবুজের ঘ্রাণ।
যদি আকাশ থেকে বৃষ্টি নামে
তোর সবুজ পাতায় চিকচিকে আশা
ভালো থাকা ,বেঁচে থাকা  আর সাথে ভালোবাসা।

মন তোর রুপোলি মোড়কের চিঠিটা
এখনো লেখে নি ঈশ্বর।
বিশ্বাস কর চেষ্টা করেছিলাম আমি লিখবো বলে
কিন্তু ভোতা হৃদয়ের কালিতে ফুসফুসে ধোঁয়া।
নিকোটিনের মাত্রাটা কোলকাতার বাতাসে
লেখা হয় নি তোর অনুপস্থিতিতে এই কোলকাতাকে।

মন তোর শব্দগুলো আজকাল স্পর্শ করে
কেমন যেন একটা আমজাদ আলীর সেতার।
ঈশ্বর ভিতরে বাইরে দেওয়াল লেখে
লিখে ফেলে নিজের অজান্তে গোপন ব্যাথা।
খুব বিপদ বড় বড় রাজনীতির ভাষনে
তুই বল আমার ঘাড়ে কটা মাথা।

মন তুই আমার কবিতা জুড়ে থাকিস
অসুবিধা কিছু নেই ,
শুধু সাবধান ,,,,,,, রাত্রের চাদরে কবিতার ঘ্রাণ।
যদি আকাশ থেকে কষ্ট নাম
তোর হৃদয়ে লেখা  ঈশ্বরের নাম
ভালো থাকা ,বেঁচে থাকা আর বিবেকের দাম। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...