Saturday, June 21, 2014

RISHI026@GMAIL.COM

কুহকিনী .
.......... ঋষি

একটু বাকি ছিল
গড়িয়ে পরা দুর্বলতার  সাথে সহবাস।
হাজার বছরের প্রাচীন কোনো সভ্যতার লিপিতে
লিখে ফেলা এই অপেক্ষার বিকেলবেলা।

যতটুকু ছিল সবটাই দিয়েছি
শুধু জড়িয়ে ধরা অস্তিত্বদের মাঝে।
ফিসফিসে কিছু অন্তর্দহন
ফলসরূপ আমার রক্তে তোমার বাস।

পারি নি নিজেকে সরিয়ে গড়ে দিতে তাজমহল
মুখের থেকে কেড়ে নিতে স্পর্শ।
শুধু সরিয়ে রেখেছি  তোমাকে
নিজের  থেকে অন্তর দহনে।

চেতনার ফুটপাথে শুয়ে নগ্ন পৃথিবী
আমার ঘরের থেকে আকাশের ছাদ।
দুরত্বের ফুটোয় সর্বস্য দিয়েছি
তবু পারি নি ছুঁতে তোমায়।

এতটুকু বাকি ছিল
আমার পাওয়ার তোমার কাছে।
প্রাচীন প্রবাদে আকাশের আজ গর্ভপাত
ফল স্বরূপ  বৃষ্টি আমার শহরে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...