Sunday, June 8, 2014

rishi026@gmail.com

মহোত্সব লেগেছে
............... ঋষি

মহোত্সব লেগেছে আজ
এখনি ছাড়া হয় নি চিতার গন্ধটা।
শৈশবের সবুজ পাতা জুড়ে ঘন আলোড়ন
আপ বাঁচলে নিজের কি।
বলে নি কেউ কথাটা
জেনে ফেলেছি চলতে চলতে জীবনের পথে।

বিংশ শতাব্দীর আগুনে লেগে
একটা কান ঝালা পালা শব্দ সার্থ।
এই সার্থের সাথে আজ মহোত্সব মানুষের
আর গড়িয়ে চলেছে সভ্যতা নিচে।
যেখানে দু হাত মাটি জরুরী তাদের দিকে
ধর্ম ,কর্ম জড়িয়ে শতাব্দীর পাপ।

জং ধরা তলোয়ারের আঁচলে বাঁধা বেঁচে থাকা
ঘষছে আর ঘষছে ,ঘষে চলেছে।
পাওয়ার থেকে নিচে নেমে আজকের সমাধি
মৃত সভ্যতার চোখ ঝলসানো অমরত্ব।
আর গড়িয়ে নামা বেঁচে থাকা
মানুষের শরীরে থাকা বিষাক্ত নীল রক্ত।

পাশে আমার জনকোলাহলে ঘুমন্ত নগরীর
বিপ্লব বেঁচে থাকা ঘামের গন্ধ।
আর পায়ের তলায় মাড়িয়ে যাওয়া দুর্বা
বেঁচে থাকার স্বপ্ন দেখছি।
এখনি ছাড়া হয় নি চিতার গন্ধটা সার্থ
মহোত্সব লেগেছে আজ। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...