Sunday, June 22, 2014

RISHI026@GMAIL.COM

স্পর্শ সুখ
............. ঋষি

তোকে স্পর্শ করতে বারণ আছে
মানছি না।
যেদিন ৭৬ এর মন্বন্তর আমার বুকে
সেদিন থেকে একটা খিদে লেগে গেছে।
সময়ের থেকে তোকে কেড়েছি
কিন্তু নিজেকে বাঁধতে পারবো না।

ভিখারীর কাছে ভিক্ষা চাওয়া
হাসি পাচ্ছে।
যেদিন বৃষ্টির আকাশে রামধনু রং
তোর বুকে চৌরা পাড়ে ডুগডুগি।
আমি বাজেয়েছি তোর স্বপ্নে
কিন্তু তোকে স্বপ্নে রাখতে পারবো না।

ফেরিওয়ালার ডাকে ঘুম ভাঙ্গা ছোটবেলা
ফিরে আসছে।
জানলার গরাদে আটকানো নোনতা জল
সাদা পাতায় ছড়িয়ে চিত্কার।
জন্ম তোর শরীর ছুঁয়ে তুলির টান
কিন্তু তোকে সাজাতে পারি, আঁকতে পারবো না।

তোকে স্পর্শ করতে বারণ আছে
মানছি না।
জীবনের কাঠগড়ায় দাঁড়িয়ে বেঁচে থাকা অন্ধকার
স্পর্শ গুলো সঙ্গিন কোনো অন্য কবিতায়।
সৃষ্টির আনন্দের মাঝে নিজেকে খোঁজা
পারছি না ,তোকে ছাড়া কবিতা লিখতে পারবো না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...