Tuesday, June 3, 2014

RISHI026@GMAIL.COM

দিনলিপি
.................. ঋষি

যাদের বাঁচার কথা ছিল
তারা প্রতিবাদী প্রতিবেশীর মতো
নোংরা ফুটপাথে।

সাজানো মিছিলের আগে দাঁড়িয়ে
চোখের তলার গড়িয়ে নামা বার্ধক্যের মুখে
একটু নিকোটিনের তেতো ভাব।
ধোঁয়ায় ধন্য শুকিয়ে যাওয়া বিরক্তির মুখে বিদ্বেষ
ভালো থাকার
এভাবেই তাদের ভালো থাকার কথা ছিল।

সহস্র কবিতার মতো তাদের বুকভাঙ্গা আর্তনাদ
গুমরোতে থাকে আদি সভ্যতার স্পর্শে।
আর তখনি মনখারাপের দেশে হুইসেল বাজে
সরে যাওয়ার ,দুরের থেকে দুরত্বে।
সময়ের থেকে মিথ্যা বাঁচার তাগিদ বুকে
দীর্ঘশ্বাস নেমে আসে মেরুদন্ড বেয়ে নোনা স্পর্শে।

মানুষ আর চাহিদার মাঝে বিবাদ
সেই ছোটবেলার সদ্য শেখা বর্ণমালার পরিচয়।
বেরিয়ে যায় সব মাথা পাড়িয়ে ,ঘুম পাড়ানির ছড়া
আয় ঘুম,যায় ঘুম অন্য পাড়া দিয়ে।
তাদের বর্ণমালায় ফুঁটে ওঠে আকাশ আর অদৃশ্য দুর্বলতা
রক্ত আর কায়িক লোকানো জীবনে।

তাদের বাঁচার কথা ছিল
পাশে থাকার দর্পে আরো ভালো পৃথিবীর স্বপ্নে
কিন্তু তারা আছে শুকিয়ে যাওয়া কল্পনার যত্নে খুব কষ্টে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...