Tuesday, June 10, 2014

RISHI026@GMAIL.COM

আদম আর ইভ
.......... ঋষি

গল্পটা শুনলাম প্রথিউস মানুষ তৈরী করছেন
প্রথমে পুরুষ ,,তারপর নারী।
বললেন যা তোরা খেলা কর
কিন্তু সে খেলায় প্রেম না থাকে।
পুরুষ হাসলো খেলতে লাগলো
কখন যে নারীর নরম বুকে স্পর্শ করলো।
কেঁপে উঠলো সভ্যতা
প্রেম নেমে এলো পাপের মত নারীর সঙ্গে।
মানুষের বুকের স্পর্শে
প্রেমের জন্ম।

মানুষের বুকে প্রেমের স্পর্শ
সেই যে সৃষ্টির পিতা আদমের পাপ।
আর তারপর শুরু হলো
খেলা ,,,,,প্রেম প্রেম।
তারপর ,,শরীর শরীর
তারপর,,,দূরত্ব।
তারপর ,,কষ্ট ,,যন্ত্রণা ,,বেদনা
হারিয়ে যাওয়া প্রেমের শ্রুতি প্রেম শব্দে
আরো গভীর এক গল্প।

গল্পটা শুনলাম তোর মুখে আরেকবার
বড্ড পাগল আমি।
আমার কলম ছুঁয়ে নেমে এলো প্রেম
আমার বুকে।
আমি যেন সৃষ্টির পিতা সেই আদম
আর তুই ইভ।
একই শরীরে কিছু পাপ বয়ে
আমাদের সভ্যতায় সাজানো যন্ত্রণা
আমাদের প্রেম আদম আর ইভ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...