Sunday, June 1, 2014

RISHI026@GMAIL.COM

কোথায় ছিলিস তুই ?
.......... ঋষি

কোথায় ছিলিস এতক্ষণ
সময় যেন তীব্র যানজট শহরে আমার।
কোথায় ছিলিস
নিঃশ্বাস যেন কারফিউ বেঁচে থাকার।

কিছুটা জীবন থেমে আছে আবর্তনে
কিছুটা আটকে আছে আগামী অলিতেগলিতে।
থমকে গিয়ে চমকে দেখে মগজে
ভাঙ্গা মাস্তুক মস্তিষ্কের নরম পলিতে।
কোথায় ছিলিস তুই ?

চুঁয়ে নামে হৃদয় দেওয়ালে কলম্বাস
ঘুরতে থাকে তোর অক্ষাংশের গোলকে।
মাথার ভিতর জ্বলে ওঠে এই দাবানল
পুড়ে যাওয়া দিন হারানোর সময়ের মোড়কে।
কোথায় ছিলিস তুই ?

কিছুক্ষণে আটকে থাকা মুহূর্ত
কিছুক্ষণে জড়িয়ে যাওয়া গোলযোগ।
অসময়ের মিথ্যা কবচ জীবনে
অনেক্ষনের জড়িয়ে থাকার সুযোগ।
কোথায় ছিলিস তুই ?

কোথায় ছিলিস এতক্ষণ
সময় যেন মরণের দাগ টেনে যায়।
কোথায় ছিলিস
হৃদয়ে জানিস দুর্ঘটনা ঘটে যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...