Thursday, June 19, 2014

rishi026@gmail.com

মনুষত্ব  একদিন
................. ঋষি

স্বাধীনতা ,পিতৃ ,প্রজাতন্ত্র দিবস
গাল ভরা নাম।
কিন্তু শুয়ে থাকা অনুভবের মাদুরে
একটা দিন মানুষের হতে পারতো।
হাসতে পারতো সময়ের গতির বুলেটিনে
মনুষত্ব  একদিন।
একটু অন্যরকম যেদিন কেউ বলতো না
খিদে ,খিদে ,,খিদে।

খিদে শরীরের ,খিদে অর্থের ,খিদে যশের
খিদে ,,খিদে ,,,খিদে।
আকাশের মাঝে ঝুলন্ত খিদের মেডেল
মানুষ ঘুমোচ্ছে এখন রাত্রি।
আর আমার হাতে খোলা তলোয়ার রক্তের
খিদের মনুষত্বের মস্তকহীন নারী।
শুধু শরীরটা দরকার বিভত্স খিদে
অমানিবকতার ধর্ষণ প্রতিদিন তিলতিল।

ছড়ানো ছেটানো  রাত্রির শ্মশান
চারিদিকে শব করে কলরব।
আমি আকন্ঠ বিষে নিমজ্জিত ইশ্বর
গেঁথে চলেছি রক্তের মনুষত্ব  গাঁথা।
আর মানুষ ঘুমোচ্ছে সুখে বেঁচে থাকার
নিজের স্বার্থের গলা জড়িয়ে।
মনুষত্ব  একদিন
অপেক্ষায় সুদিনের মানচিত্রের আঁচরে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...