Saturday, June 14, 2014

RISHI026@GMAIL.COM

আকাশ কাঁদছে আজ
............. ঋষি

খুব মেঘ ছিল
আকাশের সাথে মিশে আছে যৌবন।
আর ঘন কালো মেঘ
ঠিক যেন তোমার চোখদুটো আকাশের গায়ে।
আকাশ কাঁদছে আজ
কাঁদছে ,কাঁদছে ,কাঁদছে আমার কবিতা।

এক ঘেয়ে কিছুটা স্মৃতির পয়লা শ্রাবন
তারিখটা আজ।
তোমার শ্রাবনের মতো ঝরে যাওয়া মুহুর্তদের আনাগোনা
ভিষণ ফর্সা তোমার গায়ের রং।
ভেবেছিলাম তুমি ফিরে আসবে ঠিক আমার কাছে
কিন্তু ফিরে এলো পয়লা শ্রাবন তারিখটা আরেকবার।
একঘেয়ে রিমঝিম বৃষ্টি
মাটির সোঁদা গন্ধ ,তোমার গন্ধটা পাচ্ছি।
পাচ্ছি তোমার স্পর্শগুলো আমার একলা ঘরে
হৃদয়ের গভীরে কোথায় যেন।
আকাশ কাঁদছে আজ।

খুব মেঘ ছিল সেদিন
আজকের মতো আকাশ ভেঙ্গে বৃষ্টি চোখের পাতায়।
স্বপ্নের ঘরের মৃত্যু বার্ষিকী
তোমার ছবিটা আমার বিছানার সামনে।
অন্ধকার শীতল বিছানাকে আঁকড়ে চোখের জল
আকাশ কাঁদছে আজ। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...