Thursday, June 5, 2014

RISHI026@GMAIL.COM

আচ্ছা নগ্নতা
.......... ঋষি

সত্যি বল্লেই চোখ বন্ধ
আচ্ছা নগ্নতা সভ্যতার হিসেবে আলাদা।
চোখ খোলো,, চোখ খোলো
সভ্যতা আমায় দেখো আমি সহস্র প্রাচীন।
আদিম আদম তোমাদের পিতা
এ মা লজ্জা করছে।

বুঝতে গেলেই অন্য বাহুতে হাত রেখে সভ্যতা
হেঁটে যায় ,
কোপারনিকাস ,আইনস্টাই সব বৃথা
এক গাদা পাগলের তথ্য
তবু সভ্য।

আর প্রাচীন ক্ষয়ে যাওয়া মন্দিরের ভাস্কর্য
অসংখ্য উত্থান পতন শরীরে ভাঁজে।
আহা কি কাজ কাম লীলা
চঞ্চল হৃদয়ের অচল কাব্য
তাও সভ্য।

আর অসভ্য সে যে নগ্নতা
সভ্যতার আদিম রূপ ,ঠোঁটে চুমুক দেওয়া ঘাম।
সকালের সূর্যের আলোয়
জড়িয়ে থাকা আদ্রতা ভালোবাসা
সামনে বলতে নেই ,,লুকিয়ে রাখতে হয়।

সত্যি সভ্যতা হাসালে
চোখের কোনে লেগে থাকা লজ্জায় সুরসুরি।
ইচ্ছার প্রাচীন স্তবকে লুকোনো অর্বাচীন সব
সভ্যতা মানে এগিয়ে যাওয়া ,নগ্নতা হলে লজ্জা কি।
সভ্যতা মানে ভালো থাকা ,ভালো থাকতে মানা কি
সত্যি বল্লেই চোখ বন্ধ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...