Tuesday, June 17, 2014

RISHI026@GMAIL.COM

আমরা হাসছি
......... ঋষি

বিষ শুধু বিষ ,,সময়ের বালিশ
রাজপথে লুটিয়ে চলে আঁচল চিত্কার।
বাঁচাও ,বাঁচাও ,,,বাঁচাও
হাসছি ,, খুব হাসি পাচ্ছে
উজবুক জনতার মাঝে আমি হাসছি।

মেয়েটা দৌড়চ্ছে লজ্জা ,অভিমানে
আমাদের থেকে দুরে আরো দুরে।
কোনো নিমজ্জিত চেতনার ভিতরে
আমাদের বাঁচাতে ,নিজেকে বাঁচাতে
জন্মের থেকে দুরে সভ্যতার পাঁজরে।

তার শরীরে কাপড় নেই
নিখুত  রোমান  দেবীর উন্নত বুকে।
পিছলে পরছে খিদে শরীরের প্রাচীন স্তবকে
লেখা কিছু পশুর চিত্কার
আরো জোরে নামছে সভ্যতা নিচে নাভির ভিতরে।

আমরা হাসছি ,উজবুকের হাসি
বন্ধ করোটির ভিতর শীতল নীল নেশা।
রোজকার জীবনে হারিয়ে যাচ্ছি
উড়তে উড়তে ,আরো পিছনে
সৃষ্টির শেষ দিনে।

মেয়েটা দাঁড়িয়ে আছে রক্তাক্ত ,লজ্জিত
টিভি ক্যামেরা ,খবরের কাগজ চাটছে।
তার যোনিতে প্রশ্ন উঠছে
মেয়েটা ভালো না ,খারাপের
আর আমাদের হাততালি খবর জমেছে।

খবর জমেছে মেয়েটার শরীরে গন্ধে
মাংসের গন্ধ,,শরীর লোভী সভ্যতার উঠোনে।
আজ সবার পিকনিক ,ফিসফিস কানে কানে
আমি হাসছি সবার মাঝে একসাথে
ছড়ানো ছেটানো সমাজে মেয়েটার কবরে।


No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...