Tuesday, June 3, 2014

RISHI026@GMAIL.COM

কান্না পাবে না
............ ঋষি

তোমার জন্য কান্না পাবে না ভেবে
আকাশ থেকে নেমে এলো তপ্সরী রম্ভা
তার কুম্ভ নাভিতে নিষ্কর্মা আমি।

আমার পথের ধারে পরে আছে
বড় বড় ,অনেক বড় স্মৃতির পাহাড়।
তোমার কোমরে নাকছাবি লাগানো
লাগানো বিস্ময় তোমার ঠোঁটে।
আর পাহাড় থেকে ঝরনা
চোখের নোনা জল।
তোমাকে ছেড়ে যাচ্ছি
তোমার জন্য কান্না পাবে না ভেবে।

উনুনে একরাশ ধোঁয়া নিয়ে জলন্ত কাঠকয়লা
পুড়ছে, পুড়ে যাচ্ছে  তোমায় নিয়ে।
পিছনের ব্রেইন স্কিনে চলন্ত ছায়াছবি
জড়িয়ে ,মাড়িয়ে ,হেঁটে যাচ্ছে ,,,একলা পথে।
আর পথের পাশে সুন্দরী কদম গাছে
অদ্ভুর ফুল ,ঢুলু ঢুলু চোখে নেশা পেয়ে বসছে।
তোমাকে ছেড়ে যাচ্ছি
তোমার জন্য কান্না পাবে না ভেবে।

তোমার জন্য কান্না পাবে না ভেবে
দুরত্বের উড়োজাহাজে পাল নামিয়ে গভীর জলে
দোটানায় তলঠেকানিতে আমি। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...