Saturday, June 7, 2014

RISHI026@GMAIL.COM

জ্বলন্ত দৈনন্দিন
.............. ঋষি

মা খিদে পেয়েছে ,খেতে দে
শব্দ চয়নে বেয়নটের জ্বলন্ত সময়ে দাঁড়িয়ে।
নিজের শুকনো বুক ছুঁয়ে
মা বলেন ,
ঘুমিয়ে পর খোকা ,সকাল হতে দেরী আছে।

ঘুমিয়ে পর সভ্যতা ,ঘুমিয়ে পর ইতিহাস
আর কতোটা ঘুমোবে ,আর কত দিন।

ফুটপাথে ঘুমোয় শুকনো রৌদ্র
সকাল চাটা কুকুরের নিস্তব্ধ গোলকধাঁধা।
এক কাপ দার্জিলিং টি আর সাথে ঘুম ভাঙ্গে কারো
সামনের এসি র  বাতাসে খিদে লুকোয়।
কারো নোনতা ঘাম ,কারো রক্ত
সভ্যতা আবার ঘুমিয়ে পরে।

মায়ের বুক ছুঁয়ে নেমে যায় স্নেহ
শূন্য হাঁড়ির ভিতর দরিদ্রতা ঘুমোয়।
আর কি করবেন মা
নিজের বুক হাতড়ে কপালে সভ্যতা।
খুঁজবেন আর বলবেন
ঘুমিয়ে পর খোকা ,সকাল হতে দেরী আছে।

ঘুমিয়ে আছে সভ্যতা ,ঘুমিয়ে আছে ইতিহাস
তোমার আমায় ছুঁয়ে জ্বলন্ত দৈনন্দিন।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...