Friday, June 6, 2014

RISHI026@GMAIL.COM

ইচ্ছে করলেই
........... ঋষি

ইচ্ছে করলেই খামচানো যায় না মন
তুই পারবি না ,সেই জোর তোর নেই।
মনের জঞ্জালের ডাস্টবিনে এককোনে রাখিস আমায়
আমি কিছু করবো না
না একটুও বিরক্ত করবো না
শুধু লিখতে থাকবো  কবিতা মনের ভিতর।
ভয় পাস না আমি বিষাক্ত বিষ
কিন্তু এ বিষে জীবন আছে মৃত্যুর মতো।

আর প্লিস আমায় আকাশ বলে ডাকিস না
ভয় করে ,ভিষন ভয় ,,,হারিয়ে যাওয়া।
আমার মৃত্যুতে ভয় নেই
কিন্তু হারাতে ভয়।
হারাবার পরে কিছু থাকে না রে
যা কিছু ,যতোটুকু  পুরোটাই রক্তক্ষরণ।
অদৃশ্য সমুদ্রের  মাঝে উল্লেখ্য হৃদয়ের সমুদ্রে
পথ হারিয়ে যাওয়া পথিক।

ইচ্ছে করলে যেমন সবকিছু পাওয়া যায় না মন
আকাশের চাঁদ মাটির বুকে।
কিংবা বৃষ্টি ভেজা সকালের কাঁচে প্রেমের মুখ
শুধু আঁকা যায় ,অদৃশ্য অস্তিত্ব।
কিন্তু জড়িয়ে ধরতে গেলেই ,ছুটে পালায়
ছুটে পালায় মন ,তোর মতো।
আসলে সাথে থাকা যায় ভালোবেসে
কিন্তু ভালোবেসে হারানো যায় না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...