Friday, June 13, 2014

RISHI026@GMAIL.COM

অনার্য অর্জুন
............ ঋষি

মৃত্যুর পর অনার্য আলোকে আর্য আমি
হয়তবা ইশ্বর হতে পারি।
কিন্তু মৃত্যুর পর
কিন্তু মৃত্যুর আগে অর্জুন কেন নয়।

উলুপীর রক্তে দাগ বৈধব্যের আগুন
হাত বাড়িয়ে খোঁজে অর্জুন প্রেম।

সবার কাছে অর্জুন তুমি বীর
তোমায় কামনা করে না এমন কে জগতে।
শুধু একবার আমাকে ছুঁয়ে দিও
স্পর্শ নামা সুখ।
আজো শত জন্মের আলোড়ন ইরাবন
আর কুরুক্ষেত্রের অষ্টম দিন।

কিংবা ধরো কুরুপিতা ভীষ্মের মৃত্যুতে
অষ্টবসুর অভিশাপ অর্জুন তুই নরকে যাবি।
সেই উলুপীর পাগলিনী প্রেম মুক্তির আলোকে
অর্জুন চলছে সর্গ্বের পথে।
আর উলুপী অর্জুন প্রেমিকা অনার্য নাগকন্যা
গঙ্গার  জলে।

উলুপীর রক্তে দাগ আর্য আর অনার্য প্রেম
হাত বাড়িয়ে খোঁজে আর্য অর্জুনকে।

আমি অর্জুন আর্য আলোকে অনার্য প্রেম
হয়তোবা মানুষ হতে পারি।
কিন্তু মৃত্যুর পর
কিন্তু মৃত্যুর আগে আমি অসুর কেন নয়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...