Tuesday, June 3, 2014

RISHI026@GMAIL.COM

বিন্দাস কবিতা
.................. ঋষি

চোখের রক্তে চান করেও বলা যায়
বিন্দাস আছি ,,খুব ভালো।
ওপারে কাঁটাতারে বাঁধা হৃদয়ের স্পন্দন
মাতাল নেশায় কষ্টের দু চারটে  কবিতা।
হাত থেকে খসে নামে কোঁচকানো চামড়ার অভিনন্দন
বয়স বাড়ছে ,চোখে চালসে।
দূরত্ব আর দৌরাত্বের মাঝে দাঁড়িয়ে
ওপারে খোলা আকাশ আর দুটো চোখ।
খুব কাছে ডাকছে
আয় বৃষ্টি আয় ,আয় বৃষ্টি আয়।
আমার বিন্দাস কবিতা আর কবিতার খাতা জুড়ে
খানিকটা স্তব্ধতা
একটা বিন্দাস থাকার কবিতা।

চঞ্চল হৃদয়ের চোখে রোদ চশমা হাসছে
ঠিক যেন জোকারের গলে যাওয়া হাসি।
অবলীলায় কোনো ম্যাজিক স্টিকের স্পর্শ
আমার শহর জুড়ে অন্ধকার মেঘে দুটো চোখ হাসছে।
খুব কাছে ডাকছে
আয় বৃষ্টি আয় ,আয় বৃষ্টি আয়।
জোকারের হাসি চোয়াল ছুঁয়ে অন্য চোয়ালে।
বিন্দাস আছি ,,খুব ভালো
ওপারে কাঁটাতারে বাঁধা হৃদয়ের স্পন্দন
মাতাল নেশায় কষ্টের দু চারটে  কবিতা।
ভালো থাকার ছলে গড়িয়ে নামছে সাদা পাতায়
এক একটা শব্দ রক্তবিন্দুতে চান করা
একটা বিন্দাস থাকার কবিতা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...