Wednesday, June 25, 2014

RISHI026@GMAIL.COM

মৃত কবিতা
,,,,,,,,,,,,,,,,,,, ঋষি

অতশত বুঝি না
আমার কলমে লেগে আছে পিচ্ছিল রক্ত।
মৃত কবিতাদের ইশ্বর যাত্রা তোমায়  পেয়ে
একটু আগুন দিও মুখে কবিতার।

আত্মার বলির পর জীবন চারপেয়ে
কপালে লেগে চিতার ছাই,
ও কবিতা তোমাকে কেমনে পাই।
আমি ইশ্বর বুঝি না
নেহাত রক্তপাত মানুষের হৃদয়।
আমার  কবিতায়  মানুষের রক্তপাত
আর মানুষ শুধু বাঁচতে চাই।

ইট,কাঠ ,পাথরের গল্প গাঁথা
সীতার অছিলায় সত্য লেখা চেতনায়।
শাক দিয়ে মাছ চাপা
চাপা আগুন ধিক ধিক।
কবিতার চিতায় চিত্কার বাঁচতে চাই ,বাঁচতে
আসলে মরতে চাই কবিতা ,
তোমার সাথে তোমার চিতায়।

অতশত আসে না
আমার রক্ত লিপি দৈনন্দিন ধারাপাত।
মৃত কবিতারা জেগে উঠুক শ্মশানের ভূত
কোনো মৃত স্বপ্নের বেঁচে ওঠায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...