Sunday, January 31, 2016

জীবনের কৃপনতা

জীবনের কৃপনতা
................. ঋষি
===============================================
যখন মৃত্যু হয় এই  দেশের
তখন তার নাম হয় কামদুনি ,সুরাট ,বারাসাত।
দূরত্ব যতই মাপো  না কেন
দূরত্ব  কমে না সাংবাদিক মাধ্যমের কাঁটা ছেঁড়াই।
জীবনতলায় মৃত্যু ফলায় নির্লজ্জ লোলুপ কারো  হাত
ঠিক বেঁচে থাকে সময় দুর্বৃত্ত অজুহাত।

নতুন খোলসে বুদ্ধের দেশে নৃশংসতার নজির গড়ে
আদিম বন্য মানুষ।
আমি দাঁড়িয়ে থাকি চিড়িয়াখানার গেটে কোনো বন্য গন্ধের জন্য
স্বাধীনতার কৃপনতাকে  লক্ষ্য করি প্রতিটা বন্য জানোয়ারে।
স্বভাব যদি জানোয়ার হয়ে যায়
তবে তাকে একটা খাঁচা দেও চিড়িয়াখানার মাঝে।
জীবন যদি দুর্বৃত্ত হয়ে যায়
তবে তাকে তকমা দেও মানুষের আদিম বাদরের।
তবে তাকে সহ্য করো  না
নিজের মেরুদন্ডের সাথে সন্ধি করাটা একটা অপরাধ যে।

 দেশের প্রতিটা মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়
অগ্রগতির চাকায় পেষা চাঁদ পড়ে থাকে ডাস্টবিনে অন্ধকারের সাথে।
ভাঙা চালের ফাঁক বেয়ে নেমে আসা জ্যোৎস্না চেখে
এই তৃষ্ণা মেটে  না।
দেশকে কিছুইতেই মনে হয় না স্বয়ং সম্পূর্ণ
কারণ সম্পূর্ণতা মানুষের জীবনতলায় কৃপণ বাঁচা।

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...