Tuesday, January 12, 2016

ভূত পেত্নীর গল্প


ভূত পেত্নীর গল্প
==========================================
ভূত পেত্নীর গল্প
কনে দেখা আলোতে সূর্যাস্তের ব্যাপ্তিতে বিহুগান সঙ্গত।
নির্ভেজাল সময় থেকে কালান্তরে যন্ত্রণা
রঙিন মুখ।
পিরামিডের উপরে দাঁড়িয়ে দেখা অন্য পৃথিবী
নিস্তেজ স্যাক্সোফোন।

যন্ত্রণা নিজস্ব লজেন্সের স্বাদে অন্ধকার কোনো রসায়ন
অনেকটা ভূত পেত্নীর  গল্প।
পথ চলতি নিশুতি সময়ে নিজস্ব খারাপ হওয়া যন্ত্রাংশের দিকে তাকিয়ে
কেঁদে চলেছে সময়।
নিশিডাক
নিশি পর্বের অনন্ত পথে ঘুম চুরি  চাহুনিতে।
ভূত পেত্নীর আদরে উত্থিত কোনো সাময়িক রক্ত
সে তো সার্বিক ,
ভিত এই  সময়।
ভিত দূরত্বে দাঁড়িয়ে প্রত্যেক না দেখাকে
আহ্বান
অলিক নিয়ম।

ভূত পেত্নীর গল্প
কারেন্সির হিসেবে পিরামিড ছোঁয়া স্বপ্নে জেগে উঠছে মমি।
প্রত্যন্ত বালিতে পা দিয়ে
এগিয়ে আসা ধুলিঝড় সময়ের ব্যাপ্তি।
ভূত পেত্নীর গল্প ছাড়া বাকিটুকি নির্ভেজাল জীবন
পিরামিড একলা দাঁড়িয়ে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...