Tuesday, January 26, 2016

মনে করবো না

মনে করবো না
............... ঋষি
===========================================
তোমাকে মনে করবো না বলে
সকাল থেকে নিজস্ব আঁকিবুকি ব্যস্ত জীবন।
তবু মুঠোফোনের প্রতি চিত্কারে
মন শুধু তোমাকে চায়।
আরো কাছে
যেখানে জীবনের সাথে নিয়মের দৈনন্দিনের মৃত্যু লিপি।

তোমাকে মনে করবো না বলে
সকাল থেকে ফুটপাথ ধরে একলা হাঁটা যাবতীয় ঈশ্বর।
দরজা খোলা দরজা বন্ধ ব্যস্ত জীবন
ঈশ্বর কানে কানে বলে যায় চুপিচুপি
তুমি আছ ,আমি আছি তাই।
তবু তোমাকে মনে করবো না বলে
বিকেলের চায়ের ভাঁড়ে ঠোঁট রেখে তোমাকে ভাবা।
তোমার হৃদয়ের গন্ধ আকাশ জোড়া তুবড়ির আলো
সময়ের অনর্গল বলা।
আর কিছুক্ষণ
তুমি তো আসবে।

তোমাকে মনে করবো না বলে
সকাল থেকে রাত জীবিত এই ধারাপাত ব্যস্ত জীবন।
তবু বারংবার মনে পরে যাও
ফেলে আসা হৃদয়ের পথ ,হৃদয়ের সাথে হাত।
প্রেম কি এমন হয় জীবন সর্বস্ব ঈশ্বর
তবু তোমাকে মনে করবো না বলে।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...