Friday, January 22, 2016

ক্ষণিকা তোমাকে

ক্ষণিকা তোমাকে
.................. ঋষি
=============================================
স্বল্প কল্পনায় ডায়রির পাতায় তুমি তুমি
নির্জন দুপুর কিংবা মেঘে ঢাকা তারা
তখন শুধু তুমি তুমি।
ক্ষণিকা
জীবন তুমি তুমি না
এ হলো কোনো উপন্যাসের নায়িকা তুমি।

তোমাকে মিস করছি
শুনলেই চটকাতে থাকি নিজের ভিতরের আত্মার দিনলিপি।
মিস কি ক্ষণিকা
সেই ডায়রির পাতায় অবেলায় ফিরে আসা স্মৃতি।
সম্মিলিত সময়ের ফাঁকে খুঁজতে চাওয়া মুহূর্ত
আমি না।
হতেই পারি না আমি
সে যদি আমি হতাম তবে তুমি না কখনো
জুড়ে থাকতাম সময় আর সময়ের সাথে।

স্বল্প কল্পক আল্পনায় ছবি আঁকা যায় প্রেমের
কিন্তু সে প্রেম নয়।
প্রেম হলো ভিঞ্চি মশাইয়ের হাতে আঁকা ছবি মোনালিসা
যত কাছে যাবে অবাক হবে ,হবে মুগ্ধ।
জীবনের ফেলে স্মৃতিরা ,ডায়রির পাতা প্রেম নয়
সে হলো প্রেমের মৃতদেহ কিংবা মুছতে থাকা মুখ।  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...