Wednesday, January 20, 2016

শুধু কবিতায়

শুধু কবিতায়
............... ঋষি
==============================================
কবিতা লিখে কি হয় ?
টাকা পয়সা ,বাড়ি ,গাড়ি ,আরো অনেক নেশা।
না ,শুধু নেশা কবিতাকে ভালোবাসা।
কেউ যখন কোত্থাও নেই
তখন আর কেউ না থাক কবিতা আছে
কোনো প্রাচীন প্রেমিকা।

কবিতা তোকে ভাবলে
অনবরত অন্তর্লীন রক্তক্ষরণ ছাড়া আর কিছু মনে আসে না।
কবিতা আমি কবিদের ভাবলে
 নির্জন উপত্যকায় পড়ে থাকা চূড়ান্ত এক মৃত শব দেখতে পাই।
অসাংসারিক এক এসকেপিস্ট যে বিষন্ন
বিরক্তির সিগারেটে সুখটান দিয়ে বাঁচতে চাওয়া নিকোটিন,
এক অদ্ভুত প্রাণী যার সঙ্গে নিগোসিয়েট করতে যাওয়াই বোকামি।
তবু তো আমি কবিতা লিখি
কবিতার প্রেমে পরি বারংবার যখনি একলা মন।
কবিতা  আমায় স্পর্শের নারীর মতন  করে আলিঙ্গন
আর  আমি  বর্ণ আর কবিতার লোভ।

কবিতা লিখে কি হয় ?
এই পোড়া দেশে কবিতা মানে বিগড়নো লোকেদের পাগলামি।
কবিতা হলো প্রফিট আর লসের খাতার পাশে পরে থাকা ডাস্টবিন
কবিতায় কি আর প্রতিবাদ হয়।?
আমার হৃদয় বলে হয়। কলমের বারুদের বিস্ফোরণে
কোনো যুগ বদলায় অন্ধকার থেকে আলোতে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...