Tuesday, January 19, 2016

ভুলেদের সাথে

ভুলেদের সাথে
................... ঋষি
===============================================
জীবনের ভুলগুলো উল্টোনো শব্দের মতন
অনিয়ম।
সত্যি কি তাই
ভুল ভাঙ্গে ,কূল ভাঙ্গে ,নিভন্ত মোমবাতির চিত্কার।
অন্ধকার ,বাঁচাও
একটু আলো  প্লিজ ,টর্চটা জ্বালান।

প্রেমিকার বুকের ওড়না সরিয়ে লাল জল টলমল
চোখে শীর্ণ নদী অপেক্ষার উপত্যকায়।
আপেক্ষিক ভুলগুলো ভালবাসা ছুঁয়ে থাকে ,বেঁচে থাকে
মনের গভীরে ,,,, পোড়া দাগ।
অভিমানেরা নদীর নিজের চলার পথে গতি হারিয়ে শুকিয়ে যায়
সূর্য রঙা আগুন ফুলের প্রতিক্ষায় ,,, নতুন জন্মের।
মৃত সময়ের  গায়ে সাদা বস্ত্র ,,ছড়ানো খই
মৃত কবির মুখে  নিষ্পাপ মৃত্যু ,, কবিতার জন্ম।
এই ভাবে কাটে সময়
কাটতে থাকে ,কাটছে তাই।

বৃষ্টির শরীরে শৌখিন নীরবতায় অন্যমনস্ক শব্দ
পদশব্দ।
ফেলে আসা ভুল হাঁটি হাঁটি পায়ে
বাঁচতে চায়।
সূর্যের মেঘে ঢাকা আলোয় বর্ণদের প্রস্ফুরিত ছটা
ভুল সে যে জীবনের স্পন্দন।




No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...