Friday, January 22, 2016

পাগলী তোর সাথে


পাগলী তোর সাথে
............... ঋষি
===========================================
জীবনে কেউ  আসে কিছুটা দখিন হাওয়া
তুই তেমন স্পর্শ দিয়ে যাস।
প্রথম চুমু খাওয়ার মতন একটা অভিজ্ঞতা দিয়ে যাস
দিয়ে যাস না বলা যন্ত্রনাদের প্রশ্রয়।
আর আশ্রয়
পাগলী তুই বদলালি না এখনো।

পাগলী  তুই বদলাস না কখনো
শহর ছেঁড়া ভাবনারা আকাশের নীল ছিঁড়ে কফি শপের কাঁচে
বাইরে বয়ে চলা জনপদ। সিগারেটের ধোঁয়া।
ইচ্ছা সমুদ্রের বাসিন্দা আমি।
ঠাই দাঁড়িয়ে ভেবে যায় পাগলী ভালোবাসা করে কয়
বাঁধন ছাড়া তীরের মতন হৃদয়ে গেঁথে যায়।
কিংবা সেই আলো
কোনো সমুদ্রের ফসফরাসে জ্বলতে থাকা জোনাকিরা।
কানে কানে ফিসফিসিয়ে বলে  জীবিত আছি
আমার শহর পাগলী  তোর সাথে।

জীবনে কেউ আসে কিছুটা নরম আদর
শুভ্র কোনো ইচ্ছাদের পবিত্রতায় আকাশ থেকে ঝরনা।
তুলকালাম হৃদয়ের কলমে আনন্দের স্পর্শ
সাদা পাতায় তুই পাগলী আমার শহর।
কিছুটা দূরে ওই আকাশের চাঁদে হাসতে থাকা মুগ্ধতা
পাগলী তুই বদলালি না এখনো।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...