তবু মনে রাখিস
.............. ঋষি
================================================
তবু যদি আসতে চাস
চলে আসিস ।
এই অঙ্গীকার জীবন বুকের বোতাম খোলা আগুনে
তোর ঠোঁটের স্পর্শ।
এক মেঘ সময়কে আমি তো টাটা বলেছি কবে
শুধু সময়ের বৃষ্টিরা এখন আমাকে ভেজাচ্ছে।
অদ্ভূত একটা স্বভাব আমার
যা ফেলে এসেছি তাকে মনে করতে চাই নি কখনো।
এমনকি আমার জন্মকে রেখেছি গাঁট ছাড়া হিসেবের বাইরে
আমার জন্ম আকাশে,
আমার জন্ম সময়ের নিপুন ফোঁড়ে সুঁচ আর সেলাইয়ের সুতোতে।
আঘাত ছাড়া মানুষ হয় না জানিস
যেমন হয় না জীবন স্পর্শের কোনো হিসেব ছাড়া।
অথচ জীবন আমি সর্বদা বেহিসাবী
আমার বোতাম খোলা ভাবনারা সময়ের হাওয়া
আমাকে ভাসায়
যেমন বাঁচায় আমাকে তোর কবিতা
তবু যদি আসতে চাস
চলে আসিস ।
এই স্বপ্ন সফরে নাই বা হলো কোনো সর্বজান্তা পথ
নাই হলাম আমরা পরিচিত পথিক।
তবু হাত রেখো হাতে অসীম দীর্ঘশ্বাসে
তবু মনে রাখিস ।
Wednesday, January 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment