Tuesday, January 19, 2016

পাগলামী

পাগলামী
............... ঋষি
======================================

পাগলামীগুলো অধরা থাক জানলার শার্সির কাঁচে
গড়িয়ে নামুক স্নেহ শব্দদের ধাঁচে।
রঙিন হোক  আরো পাগলামী সময়ের কাছে
আরো বৃষ্টি নামুক
বাড়ুক বয়স চামড়া ভাঁজে।

অদ্ভূত কমতে থাকা বয়স সেটা কি অনিয়ম
পাগলামী।
বর্ণের শৃঙ্খলে শব্দ ধরা ,,এ  জীবন আমি জানি
পাগলামী।
বুকে মাইনের বিস্ফোরণের শব্দ ,,মনখারাপ ,,১৪৪ ধারা
পাগলামী।
প্রেমের ওপার থেকে বাজে হুইসেল ,,হার জিত সময়
পাগলামী।
বন্দুকের নল ঠেকিয়ে আজ সময়ের মুখ ,,রক্তবমি
পাগলামী।
কাচা মিঠে জ্যোৎস্নায় আমার নদী হতে ইচ্ছে করে
পাগলামী।
কয়েক ফোটা রক্তের দামে স্বাধীনতা আর সুদিন
পাগলামী।

পাগলামীগুলো অধরা থাক ইচ্ছেদের মিছিলে
অনিয়মের গুলিবর্ষণে ছড়িয়ে ছিটিয়ে  নিয়মিত জীবন।
বেরঙিন সময়ের পালকে
আর জটিল হোক জীবন পাতার পর পাতা
পাগলামী কোনো হৃদয়বন্দী নিয়ম। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...