Sunday, January 31, 2016

আবছা হওয়া সময়

আবছা হওয়া  সময়
....................... ঋষি
==============================================
বাদুলে আকাশ ঢেকে আছে অন্ধকার ক্রমশ
আমি দেখতে পাচ্ছি  এক চাষীর মুখে।
যার চোখে মুখে ভয়
এ ভয় খুব সার্বিক বেঁচে থাকার কামনার।
আমরাও পাই ,প্রতিদিন ,প্রতিমুহুর্তে
সকলেই তো বাঁচতে চাই।

এই বছরে বৃষ্টি হয় নি সময় মতন
অথচ  সেই গরিব চাষীর চোখে ক্ষুদার্থ  সংসার।
মহাজনের ঋণ
ফসলের চিন্তা
এখন গলার কাছে ফাঁসির মতন আটকে এই দুনিয়া।
এই চিন্তা সকলের হয়
সকল বলতে সাধারণ জনগনের।
তার বাইরেটা যে ভীষণ  নকল ,কদর্য কিছু শাসন বসে থাকে
যারা প্রতিশ্রুতি  দেয়  সবুজ মাটির।
অথচ হিসেব ফেরত নিজেদের মুড়ে  নেই কালো টাকার পাহাড়ে
আর সেই চাষী  আমাদের  অতি আপন  একজন
গলায় ফাঁসি দেয় একটু বাঁচার জন্য।

বাদুলে আকাশ ঢেকে আছে অন্ধকার ক্রমশ
আমি দেখতে পাচ্ছি সেই চাষীর ঝুলন্ত শরীরটা হাওয়ায়  দুলছে।
চোখের সামনে ধুলি ঝড় ,আবছা হচ্ছে সময়
এমনটা রোজই হয়  কোথাই কখন  কারো সাথে।
কিন্তু এসব আজকাল খবর হয় না
আমরা জানি না কারণ এই খবরে কোনো মুনাফা নেই।  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...