Tuesday, January 19, 2016

হেডলাইন্স জীবন

হেডলাইন্স জীবন
................. ঋষি
=======================================================
নিজস্ব আয়তনের জীবনের সাথে
তোমার সাথে বহুদিন কথা হয় নি ,নেওয়া হয় নি খবর।
কেমন আছো ,,,হাসছো সম্পর্কে আছো
কেমন সেটা।
সম্পর্ক  গুলে  চরণামৃত খেলে তবেই পুণ্যি
ধন্যি সত্যি, ধন্যি তুমি।

নিজস্ব প্রতিকির অন্যতম নিদর্শন
আয়নার মুখ  ,আয়নার সুখ ,মুচকি হাসি ,জীবন যেমন।
মানিয়ে নিতে হয় ,না হলে মেনে
তাইতো বীপ্লব আসে নি আজ বহুদিন হলো।
কার ঘরে। কার বিছানায়।কার দানে মুখ দিয়ে
সময় রক্তাক্ত
সম্পর্কের নামে।
তবু, জানতে ইচ্ছে করে, তুমি কেমন আছো
ইতিহাসের মন্দিরগাত্রে   আবক্ষ ধূসর মূর্তি।
নাকি , শুকনো খড়ের চাপা দীর্ঘশ্বাস
ইচ্ছা আছে বাঁচার
নাকি তাও !

নিজস্ব আয়তনের জীবনের সাথে
তোমার সাথে কথা হয় না আজ বহুদিন হলো ,না টেলিফোন।
বুকের ম্যাগাজিনে ছড়ানো পেজ থ্রি খবরের পাতা
ক্যামেরা চলছে ,পটাপট হেডলাইন্স জীবন।
সম্পর্ক অনেকটা শুনতে পাও কারখানে ভো ,
কিংবা স্কুল ছুটির শব্দ। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...