Thursday, January 14, 2016

দৃশ্যসম

দৃশ্যসম
.................... ঋষি
==================================== 
(১)
.
স্বাগত শ্বাশত 
বাঁধ ভাঙ্গার আড়ালের রুদ্ধশ্বাস প্রতিক্ষা। 
সময় আন্তরিক বিষাক্ত সোহাগ 
নির্বাক দৃশ্য। 
.
(২)
.
অন্তরায় সময়ের গায়ে কালসিটে চলন্তিকা 
হে নারী তুমি উর্বসী সম। 
ক্লান্তি পথে নীলকন্ঠ 
সহজ দৃশ্য। 
.
(৩)
.
রাত কখনো আসে নি সময়ের আগে ও পরে 
বিবর্তনের ইতিহাস বাউন্ডুলে ভাবনার মোড়কে।
অনুষ্ঠানের গায়ে লাগা উদ্বোধন খিদের
সার্বিক দৃশ্য। 
.
(৪)
.
এক পাও যায় না ,দু পাও 
তবু পায়ের সাথে কদম মিলাও ,মিলাও কদম। 
সময়ের স্রোত গায়ে অন্ধকার 
অন্ধকার দৃশ্য। 
.
(৫)
.
বোবা এডিসন সাহেব দরজার আবিস্কারে 
অন্ধকার ছিঁড়ে আলো আসছে। 
পিন ড্রপ সাইলেন্স ,ফায়ার 
রক্তাক্ত দৃশ্য। 
.
(৬)
.
সময় চিরদিনের এগিয়ে যাওয়া আবর্তনের 
বিবর্তন সম্ভব সার্বিক চেতনায় 
নতুন সূর্যের প্রথম আলো
সম্পূর্ণ দৃশ্য 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...