Wednesday, January 6, 2016

তৃপ্তির চিলেকোঠা

তৃপ্তির চিলেকোঠা
................ ঋষি
==================================================
নিজস্ব জ্ঞান চেতনা সব তোলা থাক চিলেকোঠায়
দুপাতা নভেল পরে  অবাস্তব প্রেমের মতো অসম্ভব কিছু ইচ্ছে কে
বাঁচতে চাওয়া বলে দাবী করা ভীষণ সহজ
অনেকেই করে
সেটা বোকামি না বীরত্ব , সেই প্রশ্ন আপেক্ষিক
তোলা থাক সময়ের পাতায় নিজস্ব কারবারে


ঠিক মাপে মাপে খাপে খাপে সম্পূর্ণ তৃপ্তি
এই তৃপ্তিটা  প্রশ্রয়ে আছে।
কোনো ধর্ষণের প্রতিবাদ থেকে ধর্ষিত সাজা পাওয়াটা জরুরী
কিংবা কোনো অন্যায়ের প্রতিবাদ থেকে অন্যায়ের পুনর্বাসন জরুরী।
এমনি একটা অনিয়মের নিয়ম প্রশ্রয় পাচ্ছে
নিজের অবচেতনে উঠে আসছে একটা শীত ঘুম মানুষের মনে।
মানুষ সকলে ঘুমিয়ে পরছে
ক্রমশ বিলোপ এই সময়।
প্রতিবাদ ছাড়া কখনো উত্তরণ ঘটে নে
এমনকি বাচ্চা না কাঁদলেও মাও দুধ দেওয়ার প্রয়োজন বোধ করে না।
তবে  আমাদের মুখে দুধ দেবে কে
না চাইলে ,সেই গোবরের গন্ধতেই থাকতে হবে।

নিজস্ব জ্ঞান চেতনা সব তোলা থাক চিলেকোঠায়
সকলে একটা ঠিকানা খুঁজছে পাপ ,পুর্নের উর্ধে  কোনো অদ্ভূত শান্তিতে।
বিশ্বাসের সাথে সন্ধি করছে ,করছে বিশ্বাস
অথচ পোশাক বদল অস্তিত্ব নিজেদের কাছে ভীষণ অচেনা।
তৃপ্তির চিলেকোঠায় একটা বিশ্বাস জরুরী মানুষের
অথচ আজ মানুষের নিজেদের অধিকারে বিশ্বাস খুব কম। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...