Tuesday, January 19, 2016

একটুকরো আশা

একটুকরো আশা
............... ঋষি
================================================
একলা ফেলে যাওয়া মুহূর্তরা জেরবার
এক জেদী চোয়াল শক্ত  জীবন আছে প্রতিক্ষায়।
ইচ্ছাদের এক্সারসাইস করতে বলো
লেট মেক দেম এ ভিগার।
বেশ ভালো লাগবে আয়নার সামনে দাঁড়াতে
হাসতে জীবনের হাসি।

হেরে যাওয়াটা একটা প্রশ্রয় জীবনের কাছে
আর জিতে যাওয়াটা একটা আহ্লাদ শিশুর  হাসি।
জিততে তোমাকে হবেই কেউ  বলে নি
সকলে তো আর জেতে না।
তবু চেষ্টা না করে হেরে যাওয়াটা কোনো মানুষের অঙ্গীকার না
অঙ্গীকার জীবন একটা যুদ্ধ।
জীবিত স্থির মৃত্যুর পথে
অঙ্গীকার বাঁচতে চাওয়া দিনান্তে জীবন।
অনির্দিষ্ট এই জীবনের পথে
একটুকরো আশা।

একলা ফেলে যাওয়া মুহূর্তরা জেরবার
কোনো অসম মুহূর্ত নিজেকে হারানোটা খুব সাধারণ।
অসধারণ হলো হেরে গিয়ে ফিরে আসা
এট লিস্ট লেটস ট্রাই ওয়ান সেকেন্ড।
বেশ ভালো লাগবে যদি নিজেকে ফিরে পাও অসময়
তোমার মধ্যে ঈশ্বর হাসবে জীবিত হাসি।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...