Friday, January 22, 2016

পতাকাটা কেড়ে নেও


পতাকাটা কেড়ে নেও
.............ঋষি
==================================================
পতাকাটা কেড়ে নেও  হাত থেকে
এই স্বাধীনতার পতাকা ধরার অধিকার নেই।
১৯৪৭ যদি ফিরে আসতে চাই চলন্তিকা
জানিও সামলে ভাই  সময়।
সামনে যে দেশ তৈরী হচ্ছে ,যে বিভাজন সেটা শুধু মুক্তোর মালা ,
বাদরেরা বুঝবে না স্বাধীনতার মানে।


আজাদ হিন্দের গর্জন যখন কোনঠাসা করেছিল ব্রিটিশ রাজকে
সেদিনও চলন্তিকা সুভাষ বাবু একলা ছিলেন
তাকে বোঝে নি এই পতাকা।
যে দড়ি গলায় নিয়ে ক্ষুদিরাম ,ভগৎ সিং  হাসতে হাসতে লাল করেছে
এই উপমহাদেশের  মাটি
সেই দড়ির সম্মান  বোঝে নি এই স্বাধীনতা।
কিসের পতাকা ,কিসের স্বাধীনতা ?
বাজারে মূল্যতে একটা ছুটির দিন ছাড়া কি স্বাধীনতা ?
মদের ফোয়ারা ,মস্তি একটা কমপ্লিট এনজয়মেন্ট
তাই না চলন্তিকা।
তিরঙ্গা হাতে নিয়ে যে দেশের স্বপ্ন ছিল লেগে সময়ের
সে সময় দেশের না ,মানুষের ছিল
এই স্বাধীনতা মানুষের না ,মানুষ নামে কোনো মৃতজীবিদের।
কোথাও  এগোয়নি আমরা পতাকা হাতে
বরং পিছিয়ে একটা স্বার্থন্বেষী ,লোভি ,রক্তাক্ত দেশ তৈরী করেছি।

পতাকাটা কেড়ে নিও হাত থেকে
দেশ নামক আজব বোধকে দেও এক বোতল মদ।
মায়ের মতন দেশ যখন নগ্ন সময়ের ধর্ষণে
তখন মাইক লাগিয়ে ফুর্তি করো ,কর উদযাপন উল্লাস।
মায়ের নগ্ন শরীর ভোগ করুক সময়ের কামুক চোখ
শুধু প্লিস চলন্তিকা তিরঙ্গাটা হাত থেকে কেড়ে নেও সময়ের।  

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...