Wednesday, January 13, 2016

মৃত্যুর পরে

মৃত্যুর পরে
................ ঋষি
=========================================

মৃত্যু খুঁজেছি বলে গিয়ে দাঁড়িয়েছি
জন্মের মুলে,
যেখানে কোনো শিশুর অন্তরে জন্ম নিচ্ছে অধিকার পৃথিবীর।
মৃত্যু খুঁজছি বলে
গিয়ে দাঁড়িয়েছি অভিধানের বাইরে অন্য দরজায়
খিদের পৃথিবী।

যে জন্ম সর্বত্র আকাশ ভরা সূর্য ,তারা
আমি সেই জন্মের প্রদীপে ঢেলে দি স্বাধীনতার লজ্জা।
এত গুলো বছরের পরে
যেখান থেকে সৃষ্টি বেড়ে ওঠা মায়ের পেতে  কন্যা ভ্রুণ।
তাকে আমি আগেই করে দি সতর্ক
বাইরে চলছে এক যোগ বিয়োগের খেলা
এক রাক্ষস পৃথিবী।
তাই তো মৃত্যু খুজেছি প্রতিটা জন্মের গভীরে
অঙ্কুরিত ভ্রুণের অন্তরে।
কানের কাছে চব্বিশ ঘন্টা সাইরেনের প্রিয় নিরবতা
হাসপাতালের বেডে মৃতপ্রায় স্বাধীনতা।

মৃত্যু খুঁজেছি বলে গিয়ে দাঁড়িয়েছি আমি
ভিখারীর মতন।
আমার হৃদয়ে রাখা অজস্র ক্ষতের বাইরে এক নির্ভেজাল স্বপ্ন।
বাসযোগ্য সন্তানের মুঠোয় হোক অহংকার।
হে পৃথিবী তুমি সবুজ হও প্রকৃতির নগ্নতায়
আর জন্ম তুমি সজীব নগ্ন হৃদয়ের। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...