Tuesday, January 5, 2016

চলন্তিকা আর বিকেল

চলন্তিকা আর বিকেল
............... ঋষি
==========================================
কি করে ফিরে আসা যায়
সবুজ পাতায় এক ঘর স্তব্ধতা নিয়ে নিজ প্রয়োজনে।
ঘড়ির কাঁটায়
আমি মুখোমুখি সাক্ষাতকার নই।
চলন্তিকা আমি প্রেমিক তোর পথের
ফেরাটা ভীষণ প্রয়োজন তাই।

চলন্তিকা তুই স্মৃতি নোস
রক্ত মাংসের অনেকটা অনুভব ,একটা তাপমাত্রা বুকের ভিতর।
তোকে স্মৃতিতে রাখবো কি করে
জমিয়ে রেখেছি পাতায় পাতায় প্রিয় ফটোগ্রাফের মতন।
তোকে  ধরে রেখেছি মুহুর্তটা
ঠিক প্রিয় কবিতার মতন বুকের ভিতর আপন স্পন্দনে।
কেউ জানবে না
কেউ জানছে না।
বিশ্বাস কর আমি স্মৃতিতে বসে নেই
বসে আছি মনের ভিতর।

কি করে ফিরে আসা যায়
সবুজ পাতায় ভরে থাকা সেই সুন্দর বিকেলে।
ঘড়ির শব্দে
কাঁটায় কাঁটায় মুখোমুখি জীবন আর তুই।
এক অদ্ভূত স্পন্দন
চেনা কফিকাপের সাথে ভীষণ প্রয়োজনীয় তুই। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...