Friday, January 8, 2016

নষ্ট কাহিনী

নষ্ট কাহিনী
.............. ঋষি
=====================================================
এইভাবে ঠিক শুরু করাটা উচিত নয়
তবু সিগারেটের তেতো ঠোঁটে ঠোঁট চুষতে বেশ লাগে
একটা গরম ওম  তো থেকেই যায়।
বিনে পয়সার ফুর্তি  প্রেমিকার সাথে গনিকার পার্থক্যকে অনায়াসে গঙ্গায় ভাসিয়ে আরও দু-পাঁচটা এক্সট্রা ম্যারিটাল নিয়ে চর্বিত চর্বন
চকচকে পুরুষে হাতে সিগারেটের দম্ভ।

পরিস্থিতি সামাল দিতে
সোজা পথে যাবার উপায় না দেখে গলির পথ ধরি।
ইনিয়ে বিনিয়ে করা গল্পগুলো  অন্ধকার গলিতে মুখে আলো পরে
ঝলসে যায়।
থলির বিড়াল তখন রাস্তায় দাঁড়িয়ে ম্যাও বলে
আসলে জীবনে অনেকের এমন অধিকার থেকে যায়।
অজস্র স্মৃতির  চাঁটি খেয়ে
যারা দাঁড়িয়ে হাতে পথে পথে হামাগুড়ি দিয়ে যুক্তি খোঁজে।
তাদের বলি
নষ্ট ন্যাকামিতে সময়ের কারবারে বয়স হলো
এবার তো দরজায় দাঁড়ানো বন্ধ করো।

এইভাবে ঠিক শুরু করাটা উচিত নয়
তবু সিগারেটের তেতো ঠোঁটে স্বপ্ন দেখতে বেশ লাগে।
ট্রামে বাসে রোজকার ঘর নামচা ডলাডলি,ঘষাঘষি করতে বেশ লাগে
আরোও দু পাঁচটা স্বপ্ন সফর দিলে আরো ভালো।
তবু বিড়াল কেন থলেতে থেকে যায়
নিজের কাছে নিজের মুখ ঢাকা  আয়নায়। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...