Friday, January 22, 2016

স্বপ্নদের নিয়ে

স্বপ্নদের নিয়ে
................. ঋষি
============================================
স্বপ্নরা কখনো মরে না
সে যে আলো ,বাতাস ,জীবন।
যাকে কেউ থামাতে পারেনা কোনো সময়ের আঘাত
যাকে পোড়ানো যায়না বাস্তব সময়ের চিতায়।
আলো কিংবা জীবন অথবা বাতাসের মত
তাকে কখনো পোঁতা যায় না কবরে।

স্বপ্নরা কখনো মরে না
সে যে সক্রেটিস।
সে যে ভিঞ্চির চোখে দেখা নারী
সে যে ভাস্কোদাগামার পৃথিবী।
সে যে  মুঘল সম্রাটের চোখে নেশা
সে যে হিটলারের চোখে স্বদেশ।
সে যে ক্ষুদিরামের  স্বাধীনতা
সে যে জগদীশ বাবুর গাছেদের প্রাণ।
সে যে তসলিমার চোখে পুরুষ
সে যে এডিসন সাহেবের আলো।
সে যে ভীমসেনের গম্ভীর গলা
সে যে আমজাদ আলীর সেতার।
সে যে নাসিরুদ্দিনের গল্প
সে যে সত্যজিতের পথের পাঁচালি।
সে যে জীবনানন্দের বনলতা
সে যে শক্তি বাবুর কবিতা।
সে যে সাধারণ মানুষের বাঁচা আগামী
সে যে ট্রাম ,বাস ,অবাক শহর ,অবাক জনপদ।
আর কত বলবো স্বপ্নরা সব জীবিত
এক একটা নিজেদের অধিকার।

স্বপ্নরা কখনো মরে না
মানুষের হৃদয়ের ফাঁকে চলতে থাকা ধুকপুক সেটা  স্বপ্ন।
মানুষের সময়ে দেখা সুদিনের আশা সেটা স্বপ্ন
মানুষের বদহজমের হজমি গলি সেটা স্বপ্ন।
মানুষের বেঁচে থাকার ইচ্ছা সেটা স্বপ্ন
স্বপ্নদের ইতিহাসে স্বপ্ন নিজে একটা স্বপ্ন। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...