Saturday, January 9, 2016

এসো নষ্ট হও

এসো নষ্ট হও
................ ঋষি
=====================================================

মেয়ে তুমি অন্ধকারে গিয়ে দাঁড়াও
আলোক উজ্বল পোট্রেট  থেকে  আমাকে  ডেকো  না।
অন্ধকারে দাঁড়াও
এসো  জঙ্গল করি সভ্যতার আলো।
আর আলোকিত হোক  সভ্যতার দিনযাপন
প্রকৃতির পরে তোমাকে আমি অন্ধকারে দেখি।

এখনো বুঝলে না
সভ্যতার শেষ সিঁড়িতে স্বর্গের দরজায় শেষ কুকুরটা দাঁড়িয়ে।
ধর্ম খুঁজছো
তোমার কোনো ধর্ম নেই ,তুমি সময়ের।
পদবী
ওতো  শুধু  অধিকার বদল বীর্যের মান রাখতে তোমার সম্মান।
আর পরিচয়
কতটা  সুদর্শনা  তুমি ,তোমার স্তনের ঢল ,চুলের গোছ পাছা  ছাড়িয়েছে তো।
আরে তোমার শরীরে মাংস  লেগেছে তো
লজ্জা পাচ্ছো
সেটা  গয়না তোমার।
অন্ধকারের কোনো গয়না নেই ,নেই লজ্জা
অন্ধকারে কোনো শাঁখা ,সিঁদুর ,অধিকার লাগে না
হাতড়ে  খুঁজে নেওয়া যাবে তোমার অধিকার।

মেয়ে তুমি অন্ধকারে এসে দাঁড়াও
সভ্যতার মারণ বাণে  চেষ্টা করে লুকিয়ে রাখো নিজের যোনি পথ।
ওটা করতে হয় ,নষ্ট বলবে যে
নষ্ট হয়ে যাবে।
ভয় করছে এসো নষ্ট হও মুক জন্তুর মতন
সাজানো  পোট্রেটে তোমাকে মানায় না

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...