Wednesday, January 6, 2016

হেরে যাওয়া মানুষ

হেরে যাওয়া মানুষ
............... ঋষি
====================================================
কতগুলো দীর্ঘনিঃশ্বাস রোমকূপে সেঁটে আছে
ওগুলো সব হেরে যাওয়া মানুষের অস্তিত্ব মন্থনে বিষ।
ফুসফুস নিংড়ে যতটুকু কার্বন আর কালি
সবটুকু সময়ের দুর্বলতা।
ক্যানভাসে চলতে থাকা তুলির মোলায়েম প্রলেপ
কিংবা একটা খসখস শব্দ সাদা পাতায়।

ক্যামেরা চলছে
চলছে জীবন নামক ভূমিকায় মানুষের ভিড়।
হৃদয় দেয়ানেওয়া,বিছানার চাদর বদল
আর আলমারিতে লোকানো কন্ডমের প্যাকেট কিংবা সময়ের মুখ।
চলমান ক্যানভাসে আরোও দৃশ্য
ভোলবদল ,ঠিকানাবদন ,নিয়ম বদল আর আসবাব সে তো বাহ্যিক।
চামড়ার দুনিয়ায় যেখানে চামড়ায় অস্তিত্ব
সেখনে দিলবালে দুলহেনিয়া লে জায়েঙ্গে সে তো সিনেমাতেই চলে।
আর ক্যামেরার আড়ালে
অস্তিত্ব বিপ্লব ,প্রতিবাদ মাথা খোঁড়ে জীবনের দরজায়।
একটা টিকিট চাই ,প্রবেশের অধিকার
মানুষের মত ,মানুষে সাথে ,দিনে রাতে শান্তির ক্যানভাসে।

কতগুলো দীর্ঘনিঃশ্বাস রোমকূপে সেঁটে আছে
দেওয়ালে ঠেকে যাওয়া পিঠে ,ঠান্ডা শিরদাঁড়া,ঠান্ডা একটা অনুভব।
প্রতিবাদ কোনো নভেলের ,কিংবা ইতিহাসে প্রিয় হারানো পাতা
হারাতে থাকা হয়তো হারতে।
এই হলো কিছু ক্ষমা প্রার্থী বাঁচতে চাওয়া মানুষের স্পন্দন
একটা  ফন্দি,কৃতকর্মের সাফাই অভিযান, এক কথায় ফন্দি ফিকির।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...