Saturday, January 23, 2016

মাতৃভূমি

মাতৃভূমি
.................. ঋষি
================================================
আকাশের চাঁদের গায়ে চামড়া ফাটা রাত
এটা একটা গ্রাম যেটা শহরের থেকে অনেক দুরে মাতৃভূমি নাম।
মাতৃ ভূমি কোনো স্টেশন আগলানো লোকাল না
এটা একটা মাটি যেখানে বৃষ্টি হয় নি শেষ দুবছর।
ফাটা মাটি
যেখানে ফাটা কপালের কিছু গরীব করে বৃষ্টির প্রতীক্ষা।

দিন আসে দিন যায়
বাড়তে থাকা গোলকের  দুষণে এই মাটি ধুসর হতে থাকে।
মানুষগুলো হতে থাকে শুকিয়ে যাওয়া চামড়ার
এই মাটির তাই মারাত্নক খিদে।
ঘাস পাতার ঝোল ,পুকুরের জল সর্বস্ব হজমে পেটখারাপ
তাই এই মাটি কিছুটা গু ,মুতে ভরা।
বৃষ্টি আসে নি ,বৃষ্টি আসবে এই আশায় মাঠের ফসলের দিকে তাকিয়ে
পাওয়া যায় লক্ষীর কঙ্কাল,
আর কিছু সময়ের আগে ফুরিয়ে যাওয়া শুকনো ডালপালা।
অন্ধকার ঘুটঘুটে নিশুতি রাতে
পুকুরের জলে খিদের গোল থালা।

আকাশের চাঁদের গায়ে ক্রমশ জড়িয়ে থাকা তারারা
সাক্ষী এই মাতৃভূমি নাম গ্রামটির যেটা কোনদিন আমার দেশ ছিল।
সুজলা সফলা সবুজ মানুষেরা এই দেশের জনপদ
আর লক্ষীর পায়ের ছাপ ছিল এই দেশের প্রতিটা ঘরে।
আজ মাতৃভূমি করছে প্রতীক্ষা সুদিনের এক তুলকালাম বৃষ্টির
ধুঁয়ে দিতে হবে সমস্ত পাপ এই বৃষ্টি নামক কোনো তৃষ্ণায়।  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...