Thursday, January 14, 2016

তোমাকে ভাববো বলে

তোমাকে ভাববো বলে
.............. ঋষি
================================================
তোমাকে ভাববো বলে
চলন্তিকা আমি বলি মানুষের কথা ,দেশের কথা।
বুকের ভিতর বহু দিন বৃষ্টি না হওয়ার চিন্তা
চিন্তার দেরাজ থেকে খুলে ফেলি শব্দদের মিছিল।
ফিসফিস সময়ের দরজায় আজান হয়
ঘুম ভেঙ্গে একমন কেমন করা ভাব।

যদিও এসব কথার কথা নয়
ঘুমতাড়ানি ভাবনা।
যুক্তির পাহাড় ঘেঁটে অযৌক্তিক পাগলামি ঘাপটি মেরে বসে থাকে
না হলে তোর বুকের পিরামিডে কি করে উঠি চলন্তিকা
মুখ ঘষে বন্য গন্ধে পেয়ে যায় কৃত্রিম পারফিউম।
আধুনিকতার পাহাড়ে কখন যেন অপরাধ প্রবন হয়ে যায়
কোনো এক ডেঞ্জার জোন চলন্তিকা।
মজার কথা, শিকার এবং শিকারি দু পক্ষই ব্যস্ত নিজেদের জাহির করতে
যুক্তির আড়ালে অযোক্তিকগুলো  দ্বিধায় ভুগছে।
পরম্পরা ভাবনায়
আদর্শ নাস্তিকও ব্যাভিচারী  তকমা ঢাকতে কৃষ্ণ আদর্শ বাতলে যায়।

তোমাকে ভাববো বলে
তোমার সেলফি  থেকে উল্টে পাল্টে দেখি  অনেকটা মাংস।
বুক পকেটে রাংতায় মোড়া ইচ্ছে রা উঁকি দেয়
মুখোশের রঙ বদলে যাচ্ছে।
এরকমই তির্যক ঘুমতাড়ানি ভাবনা গুলো নতুন ভাবে ভাবতে বাধ্য করছে
তোমাকে ভাবছি আমি।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...