Wednesday, January 27, 2016

নগ্নতার বারোমাস্য

নগ্নতার বারোমাস্য
................ ঋষি
=================================================
একটু বাড়াবাড়ি করছি
ঘোমটার নিচে খ্যামটা নাচ অসহ্য লাগছে।
শালা নগ্নতা বললেই
এক বুক আছোলা ,ছি ছি ,রামো রামো।
অথচ সকাল সন্ধ্যে নগ্নতার বারোমাস্য সময়ের উপহার
একদম যাচ্ছে তাই কি বলো।
.
পাড়ার লতা বৌদির ফিগারে চোখ রাখি
রাখি না হাত নিজের প্যাপিরাসের কলমে এমন কজন আছে।
খাজুরাহ মন্দির দেখলেই ওঠে রব ,,চোখ গেলো ,চোখ গেলো
অথচ মোবাইলের  স্ক্রিনে খাজুরাহ খোঁজে না এমন কজন আছে।
টিভির পর্দায় বড় করে বিজ্ঞাপন কনডম ,সেক্স বর্ধক ট্যাবলেট
অথচ শিশু পাঠে ওসব অসহ্য,,, বড়দের বলি না এমন কজন আছে।
আছে আরো অনেক কিছু
ধর্ষণ হলে  মেয়েটা কে বলি মশাই  নষ্ট ছিল।
মেয়েদের ঋতু হলে বলি ইশ সময়টা অপবিত্র
অথচ যখনি সময় আসে অন্ধকারে সেই জায়গাটায় ধরি।
আহা কি মিষ্টি মধুর
তুমি আমার জান ,তুমি আমার প্রাণ।
শালা এক আজব ভন্ড এক নগ্ন সভ্যতার নাগরিক আমরা
অথচ নগ্নতার নামে চোখ বন্ধ করি।
.
একটু বাড়াবাড়ি করছি
আমাদের সৃষ্টির সময়ের নগ্নতা ঢাকার পাপকে আমরা বয়ে বেড়াচ্ছি।
সম্পর্ককে নাম দিয়েছি জীবন আর জীবনকে নাম দিয়েছি চুক্তি
আজব মর্ডান আমরা।
যে সিন্ধু সভ্যতাকে পাশ্চাত্য অনুসরণ করে এগিয়ে চলেছে
আমরা সেই সভ্যতায় বাস করে  প্রাচ্য সঙ্গীত গাইছি ।
.
(আমার এই বাড়াবাড়ি শুধু কবিতায় স্তিমিত থাক। যুক্তিতর্ক সমস্ত জরুরী কিন্তু সবচেয়ে জরুরী আমাদের কুপমন্ডুকতার বিরোধ করা। )

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...