Tuesday, January 5, 2016

তোর প্রেমে

তোর প্রেমে
.................. ঋষি
============================================
সরে গেছিস অনেকটা
সবুজ পাতায় সদ্য লেগে আছে বাঁচবার ঘ্রাণ।
একাকিত্ব জানে না পোড়াবে আবার
সময়ের মুখে লেগে থাকা আজন্মার খিদে।
সময় ফোরাবে
ফোরাবে বাড়তে থাকা বুকের আচ্ছাদিত স্বাধীনতা।

কি বলিস বেশ শব্দটা ,বরাদ্দ
একটা জীবন কখন যে বরাদ্দে ছোট পরে।
কিছু অস্তিত্ব অযথা কেন মনে পরে
জীবনের নদীতে ছিপ ফেলে বসে বরাদ্দ গুনতে থাকি।
ছিপ গাঁথে বরাদ্দের হিসেবে
মনে উত্তমকুমারের লিপিঙে সেই বিখ্যাত গান,
দেখুক পাড়াপরশিতে,কেমন মাছ ধরেছি বর্শিতে।
হাসতে থাকি বুকের ভিতর
শব্দমন্ডলীর যুদ্ধ শেষে পরে থাকা মৃতদেহ বরাদ্দ

সরে গেছি অনেকটা
নিজের থেকে তুলে ফেলেছি বুকের অন্ধকারের দাগগুলো।
একাকিত্ব এখনো পোড়ায় আমায়
শুধু ছাই করে না আজকাল পাগল করে।
হৃদয়ের কেবিনে সব আজব ভাবনারা আজ সাগরে ডুব দিয়ে
আমাকে আরো আদর করে ,তোর প্রেমে। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...