Wednesday, January 13, 2016

স্পর্শ সময়

স্পর্শ সময়
................. ঋষি
================================================
নিত্য এক যাত্রা দিয়ে শুরু করি
সমস্ত অবয়বে ফুটে উঠতে থাকে এক ক্লান্ত মুখ।
প্রশ্ন করেছি বারংবার
কি হয়েছে চলন্তিকা মন খারাপ ,শরীর খারাপ।
উত্তর পাই নি
এ যেন কোনো ইনফেকশন সময় থেকে সময়ের।

ক্রমশ আরো ক্লোস্ড
চোখের কালি হৃদয় ছুঁয়ে মেয়েলি আদলে আরো গভীরে।
না বলা কথাদের ফুল স্টপে
জমতে থাকে ধুলো আরো ধুলো ,ধুলোময় সময়।
আর জীবন কেমন একটা বিষাক্ত  ভূমিকায়।
নিত্য যাত্রা সময়ের।
তোকে ছুঁয়ে মনখারাপ হয়
জানলার কাঁচ বেয়ে সকালের কুয়াসা ঘরের ভিতর।
হৃদয়ের ভিতর
সময়ে প্রবেশ করে ,থেকে যায়
নির্বিঘ্নে স্পর্শ সময়।

নিত্য এক যাত্রা দিয়ে শুরু করি
গলিপথ পেড়িয়ে আরো গভীরে সময়ের পাহাড় রাখা।
প্রশ্ন করেছি বারংবার
কি হয়ে সময়ের সাথে ,কি হয়েছে নিজের সাথে ,কি হয়েছে জীবন।
একদম চুপ
ফিসফিস কোনো মনখারাপ সময়ের গায়ে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...